নিজস্ব প্রতিবেদক
সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বিভিন্ন রকমের দেশীয় ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ – ২০২৫ উদযাপন করেছেন সামাজিক সংগঠন ‘আলোকিত নরসিংদী’।
শুক্রবার বিকেলে নরসিংদী পৌর পার্কে অর্ধশত সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে এই ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আল মামুন রাসেলের সভাপতিত্বে ফল উৎসবের উপস্থিত ছিলেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান বিশিষ্ট আবৃত্তিকার মোতাহার হোসেন অনিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর নরসিংদী জেলা সম্পাদক ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ হলধর দাস, দৈনিক আজকের খোঁজ খবর সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোষ্টলাল দাস ও সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আলোকিত নরসিংদী একযুগ ধরে অনাথ ও সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করে আসছে। সংগঠনটি উল্লেখিত শিশুদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি ঈদে নতুন রঙিন পোশাক, সেমাই, চিনি, নগদ অর্থসহ তাদের এবং তাদের পরিবারকে সহযোগিতা করে থাকেন।
বছরব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় শুক্রবার বিভিন্ন রকমের দেশীয় ফলের সমাহারে অনাথ ও সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ করেছে আব্দুল্লাহ আল মামুন রাসেল।
এই সংগঠনের সকলের প্রতি শুভকামনা জানান অতিথিবৃন্দ। ভবিষ্যতে সংগঠনটি আরো এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।