নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এয়ার কমোডর অব: মো: খালিদ হোসেন এর নেতৃত্বে নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মো: ফরিদ উদ্দিন পক্ষ থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব জ্বালানি খনিজ বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
গত ২৫ মে সকালে বাংলাদেশ এয়ার কমোডর অব: মো: খালিদ হোসেন এর নেতৃত্বে রায়পুরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রতিনিধি দল নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব জ্বালানি খনিজ বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসেন তাদের সাথে মন্ত্রনালয়ে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সাক্ষাৎকালে তারা আশ্বাস প্রদান করেন নরসিংদীর রায়পুরা মেঘনা নদী উপর ব্রিজ,চরে থানা স্থাপন,শ্রীরামপুর রেলগেইট থেকে ভৈরব পযর্ন্ত রেল লাইনের পাশ দিয়ে রাস্তা নিমর্ান, আরশিনগর থেকে বাসাইল ঢাকা-সিলেট রোড পযর্ন্ত রেল লাইনের পাশ দিয়ে রাস্তা নিমর্ান,সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় সরকারী করন সহ এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড দ্রুত বাস্তবায়ন এবং রায়পুরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রতিনিধি দলকে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার উপর বিভিন্ন দিক নির্দেশনা সহ রায়পুরা প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করা হয়।
তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এয়ার কমোডর অব: মো: খালিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রায়পুরা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান খোকন, রায়পুরা প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা, রায়পুরা প্রেস ক্লাব নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মো: ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ ও দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ ।
বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত এলাকা বিদায় অধিক সংখ্যক লোকের স্বাধিকার যাবে না জেনে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জন প্রতিনিধি সদস্য সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *