নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালে কমপক্ষে ৩৫ টি বা তার বেশি প্যাক/ট্রুপ মিটিং পরিচালনাকারী সারাদেশ থেকে ১২৪ জন ইউনিট লিডারকে পুরস্কারের জন্য মনোনিত করে বাংলাদেশ স্কাউটস। এর মধ্যে নরসিংদীর স্কাউটার জায়েদা বেগম ৩৬টি প্যাক মিটিং করে সেরা ইউনিট লিডার নির্বাচিত হয়েছেন। সে ৮ মে ২০২৫ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ মৌচাক গাজীপুর থেকে পুরস্কার গ্রহণ করবেন।
স্কাউটার জায়েদা বেগম ১৯৬৭ সালের ৩০শে জুন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোঃ আশ্রাফ আলী মিঞা আর মমতাময়ী মায়ের নাম ফরিদা খাতুন।
তিনি ১৯৮২ সালে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় এসএসসি এবং নরসিংদী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালের ২৭ নভেম্বর শিক্ষকতার মতো মহান পেশায় রায়পুরা উপজেলার ১২০ নং করিমগঞ্জ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে ১১৮ হাসনাবাদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৭ সাল থেকে ২য় উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরীর মাধ্যমে ইউনিট লিডার হিসেবে কাবিং কার্যক্রম শুরু করেন।
পরবর্তিতে পর্যায়ক্রমে ৮ম জেলা কাব ক্যাম্পুরী-২০১৯
নরসিংদী জেলায় ৪র্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী -২০১৯ বাংলাদেশ স্কাউটস্ ঢাকা অঞ্চল এবং নবম জাতীয় কাব ক্যাম্পুরী -২০২০ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
সেই থেকে স্কাউট মন্ত্রে উৎজ্জীবিত হয়ে
২০২১ সালে মৌচাক গাজীপুরে ৪৪৭ তম কাব স্কাউট লিডার অ্যাডভান্স কোর্স , কুমিল্লার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র লালমাই থেকে ১১৬ তম কাব স্কাউট লিডার স্কিল কোর্স এবং ২০২৩ সালে উডব্যাজ অর্জন করেন।
জায়েদা বেগমের অর্জনঃ
প্রধান শিক্ষকের সহযোগিতায় ২০২১ সালে হাসনাবাদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে দুই জন বালিকা। অঞ্চল পর্যায়ে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হয়।
২০২২ সালে ৭ জন কাব শিশু জাতীয় পর্যায়ে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় মনোনীত হয়। শাপলা কাব অ্যাওয়ার্ড জাতীয় পর্যায়ে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় ৫জন অংশগ্রহণ করে ১ ।মুক্তারানী দাস শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
২০২৩ সালে দুই জন জাতীয় পর্যায়ে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে দুই জন ই ১। সাদিয়া আফরিন নুহা ২।মেরাব হোসেন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
তাছাড়া ২০২১ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হন সুবাইতা রৌশন (বালিকা দল) ও আলিফ জোবায়েদ। ২০২২ সালে মেরাব হোসেন শ্রেষ্ঠ বালক।
২০২৩ সালে শ্রেষ্ঠ বালিকা সাদিয়া আফরিন নুহা এবং ২০২৪ সালে সাদিয়া আফরিন নুহা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে।
বিদ্যালয়ে সপ্তাহিক প্যাক মিটিং, বিশেষ প্যাক মিটিং ও জাতীয় দিবস, বিপি দিবস পালন সহ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করে।
২০২৩ এবং ২০২৪ সালে জাতীয় শিক্ষা পদক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেই। দ্বিতীয় স্থানে থাকায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ হয়নি।
তাছাড়া, কমিশনার কোর্স, আইসিটি বেসিক কোর্স, আঞ্চলিক এআইএস ওয়ার্কশপ এবং স্ট্র্যাটেজিক প্লানিং ওয়ার্কশপসহ বিভিন্ন প্রোগ্রামে যোগদান করে স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করেছে।
সে ২০২৪ সালে ৩৬ টি প্যাক মিটিং করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিট পরিচালনাকারী মনোনীত হয়েছে।
স্কাউটার জায়েদা বেগম শ্রেষ্ঠ ইউনিট লিডার হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা ও বাংলাদেশ স্কাউটস রায়পুরা উপজেলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবং যতদিন বেঁচে থাকবেন স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার পক্ষ থেকে তাঁকে আনন্দ নন্দিত অভিনন্দন জানিয়েছেন জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত।
