• Facebook
  • X
  • Instagram
  • Pinterest
  • WhatsApp
  • RSS Feed
  • TikTok
আজকের খোঁজ খবর
  • জাতীয়
  • সারাদেশ
  • নরসিংদীর খবর
  • সারাদেশ
  • অপরাধ
  • আন্তর্জাতিক
  • খেলা
Search

বর্ণিল আয়োজনে নরসিংদীর ৬ টি উপজেলায় কাব কার্ণিভাল অনুষ্ঠান সম্পন্ন

June 23, 2025

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন সারাদেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় নরসিংদী জেলার ৬ টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
গ্র্যান্ড ইয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে নরসিংদী সদর ও পলাশ উপজেলার কাব কার্ণিভালের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজ ভেন্যুতে সভাপতির বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আসমা জাহান সরকার। এসময় আঞ্চলিক উপ কমিশনার মোঃ ইস্রাফিল, জেলা স্কাউটস কমিশনার মোঃ আলতাফ হোসেন, জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত ,জেলা স্কাউটসের সহ সভাপতি এস এম আব্দুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন রায়, সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ছগীর, সহযোজিত সদস্য বিজি রশিদ নওশের ,সহকারী জেলা কমিশনার আবদুস সবুর , সহকারী কমিশনার শাহরুখ ইশতিয়াক খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার , জেলা স্কাউটসের সহকারী কমিশনার লিপি রানী সরকার, সদর উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আঃ গফুর মোল্যা, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা স্কাউটসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পলাশ উপজেলা কাব কার্ণিভালঃ
পলাশ উপজেলার রাবান বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত , জেলা স্কাউটসের সহসভাপতি তাপস কুমার দে, জেলা কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার, সহকারী কমিশনার শাহরুখ ইসতিয়াক খান সাকিব, পলাশ উপজেলা স্কাউট কমিশনার মাহফুজা খান ইউসুফজী , সম্পাদক মোঃ হুমায়ূন কবির, কাব লিডার সিপ্রা রানী দাস উপস্থিত ছিলেন।
শিবপুরে স্কাউটের কাব কার্নিভালঃ


শিবপুর উপজেলার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং শিবপুর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন স্কাউট পতাকা উত্তোলন করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস কমিশনার আবুল হেসেন।
ইউনিট লিডার মাহমুদুল হাসান এমারত এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মো: আলমগীর, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা স্কাউটসের সহযোজিত সদস্য ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য মাহফুজুর রহমান টুটুল উপজেলা স্কাউটসের সম্পাদক আরিফ খন্দকার প্রমুখ।
মনোহরদী উপজেলা কাব কার্ণিভালঃ


মনোহরদী উপজেলা অত্যন্ত চমৎকার আয়োজনে মনোহরদী পাইলট সরঃ উচ্চ বিদ্যালয়ে কার্ব কার্ণিভাল অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও মনোহরদী উপজেলা স্কাউটসের সভাপতি মুহাইমিন আল জিহান। উপজেলা সম্পাদক বদরুল আলম মোল্লার উপস্থাপনায় বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা কমিশনার এ টি এম আশ্রাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সহকারী কমিশনার বাছেদ মোল্লা ভুট্টো, জেলা কাব লিডার আব্দুর রহিম।
বেলাব উপজেলা কাব কার্ণিভালঃ
গ্র্যান্ড ইয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে বেলাবো উপজেলার বেলাবো মডেল সরঃ প্রাঃ বিদ্যালয়ে দিনব্যাপী বেলাবো উপজেলা কাব কার্ণিভাল অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বেলাবো উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ আব্দুল করিম। বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার আবদুল হাই।অনুষ্ঠান উপস্থাপনা করেন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। কাব কার্নিভাল পরিচালনা করেন উপজেলা কাব লিডার মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় উপজেলা স্কাউটসের সদস্য ও কাব লিডারগণ উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা কাব কার্ণিভালঃ


বর্ণিল আয়োজনে রায়পুরা উপজেলার সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাসুদ রানা। বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ ফিরোজ মিয়া, রায়পুরা উপজেলা স্কাউট কমিশনার মোঃ সাদেক শরীফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন সাদেক। উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা কাব লিডার জায়েদা বেগমসহ উপজেলা স্কাউটসের সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমাদের মাঝে শৃংখলা বোধ থাকতে হবে। বিশেষ করে কাব স্কাউটসদের মধ্যে।আমরা সুশৃংখল হলেই অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। কাব কার্ণিভাল কাব স্কাউটদের একটি আনন্দময় শিক্ষামূলক অনুষ্ঠান। এর মাধ্যমে শিশুরা শৃংখলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সহমর্মিতা, ও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
উল্লেখ্য, কাব কার্ণিভাল অনুষ্ঠানে প্রতিটি উপজেলা থেকে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন কাব, ৩০ জন ইউনিট লিডার, ৬ টি স্টেশনে ৬ জন স্কাউট ব্যক্তিত্ব ও উপজেলা স্কাউটসের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা মনিটরিং ছিলেন ঢাকা আঞ্চলিক উপ কমিশনার ( উন্নয়ন প্রকল্প ও ভূসম্পত্তি) মোঃ ইস্রাফিল, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার, সহকারী কমিশনার শাহরুখ ইসতিয়াক খান সাকিব, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, সদর উপজেলা স্কাউটসের সহসভাপতি হাসান কিবরিয়া, সেলিম আহমেদ প্রমুখ।
জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত এর নেতৃত্বে কাব কার্নিভাল মনিটরিং টিম নরসিংদী সদর, পলাশ, শিবপুর ও মনোহরদী উপজেলা পরিদর্শন করে।
এর মাঝে প্রজেক্টের মাধ্যমে সারাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এঁর অনুপ্রেরণামূলক উদ্বোধনী ভাষণ” ক্লাসের সবাই স্কাউট হতে পারেনি ; যেটা তুমি পেরেছ। তুমি দরজা খুলতে পেরেছ, যা অন্য কেউ পারেনি।” ও শাপলা কাব এ্যাওয়ার্ড অনুষ্ঠানটি নরসিংদী জেলার কাবেরা উপভোগ করেন।

 

 

খুজুন

সর্বশেষ

  • দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    November 12, 2025
  • বাংলাদেশ সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরুখ ইতিয়াক খান সাকিব নির্বাচিত

    বাংলাদেশ সরঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরুখ ইতিয়াক খান সাকিব নির্বাচিত

    November 11, 2025
  • পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে স্কাউট ডে ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত

    পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজে স্কাউট ডে ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত

    November 6, 2025
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে -আসমা জাহান সরকার

    প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে -আসমা জাহান সরকার

    November 3, 2025
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে – আসমা জাহান সরকার

    প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্তি করে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে – আসমা জাহান সরকার

    November 3, 2025

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

ক্যাটাগরি

  • Uncategorized (6)
  • অপরাধ (4)
  • আন্তর্জাতিক (3)
  • খেলা (16)
  • জাতীয় (308)
  • নরসিংদীর খবর (310)
  • ফিচার (6)
  • সারাদেশ (299)

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক: মনজিল এ মিল্লাত, প্রকাশক: নাছিমা বেগম

মোবাইল: 01715134082, 01521311299

ইমেইল:ajkerkhojkhabor@gmail.com

অফিস: ৪৮ তরোয়া, নরসিংদী-১৬০০.

Scroll to Top