- জাতীয়, নরসিংদীর খবর, পলাশ, বেলাবো, মনোহরদী, রায়পুরা, লিড নিউজ, শিক্ষা ও সাহিত্য, শিবপুর, সারাদেশ

নরসিংদী আইডিয়াল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
গত ১৪ জুন নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার্থীদের শুভকামনায় আলোচনা সভা, তাদের স্মরণীয় করে রাখার জন্য ” স্বরণিকা স্মৃতিপট ” এর মোড়ক উম্মোচন, শুভেচ্ছা উপহার প্রদান, দোয়া ও তাবারক বিতরণ করা হয়।
আলোকিত আগামীর প্রত্যাশায় মানুষ হও মেধা ও মননে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ।
মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহম্মদ জয়নুল আবেদিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী জহিরুল ইসলাম খোকন, রিয়াজুল ইসলাম সরকার, এড. মোঃ আলমগীর হোসেন, মীর সাফিনাজ বেগম, আবুল হাসান খোকন, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নূরে আলম খান, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ জয়নাল আবেদীন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন নীলিমা ও। স্কুলের পক্ষের মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সেতু।