নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিক্ষক সমিতি (অধ্যক্ষ সেলিম ভূঁইয়া) নরসিংদী জেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সভা গত ২৯ নভেম্বর নরসিংদী আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিজি রশিদ নওশের। সদস্য সচিব একেএম বাছেদ মোল্লা ভূট্রোর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিটিএ’ র যুগ্ম আহবায়ক কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল, বাগহাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান খান, সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান বাছেদ, দৌলতকান্দি এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন শাহীন,তৌহিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, তেলিয়া ঝাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাত আলী, ছফুরা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাহবুবুর রহমান, আহবায়ক কমিটির সদস্য বদরপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হজরত আলী, শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমী মনোহরদীর মোঃ হাবিবুল্লাহ বাহার, শিবপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আঃ জাব্বার, ব্রাহ্মন্দী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ নাজিমউদ্দীন প্রমুখ।
সভায় দ্রুততম সময়ের মধ্যে উপজেলা আহবায়ক কমিটি গঠন করে জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। পরে জুলাই অগাস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতের সুস্থতা কামনা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *