নিজস্ব প্রতিবেদক

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসন নরসিংদী সদরের আয়োজনে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে ২ দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কোবরা, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরে আলম খান।
বিজ্ঞান মেলায় ৩টি গ্রুপে ১৫ টি প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ১৮ টি প্রজেক্ট রয়েছে।
সিনিয়র গ্রুপে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রকল্প স্মার্ট কার্বন পিউরিং ফ্লাইং এবং সিস্টেম ফর ইনভাইরনমেন্ট । নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রকল্প এয়ার কোয়ালিটি ডিটেক্টর , লেজার সিকিউরিটি সিস্টেম, গ্রামীণ জীবনে আধুনিকতার ছোঁয়া। জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রকল্প সিনসি ড্রয়িং মেশিন ও আল মুক্তারা সিটি। স্কলাস্টিকা মডেল কলেজের গ্রিডে সৌরশক্তি ব্যবস্থাসহ সেচ প্রযুক্তি। নরসিংদী মডেল কলেজের সাসটেইনেবল গ্রীণ সিটি।
জুনিয়র গ্রুপে নরসিংদী মডেল স্কুলের প্রকল্প স্মার্ট সিটি। নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের প্রকল্প স্মার্ট মাল্টি মোডোলার ডিফেন্স সিস্টেম। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রকল্প উইন্ড মিল প্রজেক্ট। পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজের প্রকল্প স্মার্ট সিটি। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রকল্প ডিভার্স ট্রেইন সিস্টেম। মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রকল্প স্মার্ট ডিজেস্টার এলার্ট প্রো ফায়ার ইক্সটিংগার্সয়ার সিস্টেম । ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রকল্প গ্রীণ এনার্জি উইথ সিএসপি প্রজেক্ট। নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজের প্রকল্প বায়ু থেকে সহজ উপায়ে কার্বন ডাই অক্সাইড শোধনের প্রযুক্তি। নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রকল্প এসিড বৃষ্টি প্রকল্প এবং বিশেষ গ্রুপ নরসিংদী সাইন্স এন্ড রোবোটিক্স ক্লাবের প্রকল্প রোবোটিক্স এন্ড অটোমেশন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথম দিনে ছিল বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *