মুহাম্মদ মুছা মিয়া:
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ৬ লেনের মহাসড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে মাধবদীতে গত ১২ জানুয়ারি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আমরা মাধবদী বাসীর আয়োজনে ব্যবসায়ী নেতা সহ স্কুল, কলেজে ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন করেন।
আমরা মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, শিক্ষনুরাগী মোঃ মফিজুল ইসলাম, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি আল-আমিন রহমানসহ আরো অনেক। আমরা মাধবদীবাসীর আহবায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট-মাধবদীকে ধ্বংস করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি স্বার্থান্বেষী মহল এই পরিকল্পনা করে। কিন্তু লাখ লাখ মানুষের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও ঐতিহ্য ধরে রাখতে কোনো উদ্যোগ নেয়নি ওই সরকার। অনিতিবিলম্বে বাইপাস প্রকল্পের দাবী জানান তিনি। নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানসহ অন্যান্য বক্তরা এই মানববন্ধনে আরো বলেন, দেশের ৭০ শতাংশ বস্ত্রের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাবুরহাট ও মাধবদীতে তৈরি করা কাপড়। প্রথম শ্রেণির মাধবদী পৌর শহরে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য প্রায় অর্ধশতাধিক ব্যাংক রয়েছে। রয়েছে হাজার হাজার পাওয়ার লুম-টেক্সটাইল শিল্পকারখানাসহ সুতা তৈরির মিলও। মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস নির্মিত হলে হারিয়ে যাবে কাপড়ের ঐতিহ্য। মুখ থুবড়ে পড়বে শিল্প ও বাণিজ্য। বিষয়টি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এই বাইপাস প্রকল্প বাতিল করে পূর্বের সড়ক উন্নতি করার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী পালন করবেন আমরা মাধবদীবাসী।