নিজস্ব প্রতিবেদক
পুরস্কার ও সনদপত্র বিতরণের মাধ্যমে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে ২দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন হয়।
১৪ জানুয়ারি বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার খাদিজাতুল কোবরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরে আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এসময় বিচারক মন্ডলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রজেক্ট সিনিয়র গ্রুপে প্রথম জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মাহাদিউর রহমানের দল, দ্বিতীয় নরসিংদী মডেল কলেজের ফয়সাল জয়ের দল ও তৃতীয় স্কলাসটিকা মডেল কলেজের মেহেরীন তামান্নার দল।
প্রজেক্ট জুনিয়র গ্রুপে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারী উচ্চ বিদ্যালয়ের মোঃ তাওহিদুল হাসানের দল, দ্বিতীয় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের মাহদীউল ইসলামের দল ও তৃতীয় নরসিংদী বিয়াম জিলা স্কুলের আল মুকিতের দল।
বিশেষ গ্রুপে প্রথম নরসিংদী বিজ্ঞান ও রোবোটিক্স ল্যাবের রাফি হোসেনের দল।
বিজ্ঞান অলিম্পিয়ার্ড জুনিয়র গ্রুপে প্রথম ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারী উচ্চ বিদ্যালয়ের মোঃ আতিকুর রহমান, দ্বিতীয় তায়ের বিন তুষার। তৃতীয় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাকিহা জাফরিন, চতুর্থ সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের অনিন্দ কান্তি দাস ও পঞ্চম নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের ইফাজুর রহমান।
বিজ্ঞান অলিম্পিয়ার্ড সিনিয়র গ্রুপে প্রথম স্কলাসটিকা মডেল কলেজের মেহেরীন তামান্না, দ্বিতীয় মোঃ শাহাদাৎ হোসেন, তৃতীয় নরসিংদী মডেল কলেজের স্বর্ণা আক্তার, চতুর্থ নরসিংদী সরকারি মহিলা কলেজের মেরিনা আক্তার, পঞ্চম জামেয়া কাসেমিয়া মহিলা মাদ্রাসার নূর সাইফা হাফসা।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস, দ্বিতীয় মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। এবং তৃতীয় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রথম মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নাবিল আহমাদ, দ্বিতীয় ব্রাহ্মন্দী কামিনি কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়ের তাওহীদ এবং তৃতীয় নরসিংদী আইডিয়াল হাই স্কুলের নওশীন আক্তার স্বর্নালী।