নিজস্ব প্রতিবেদক
: ভ্যাট বাড়ানোর উদ্যোগ প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদীর রেস্তোরাঁ মালিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রেস্তোরাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও একটি ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়, বিষয়টি অবাস্তব। পৃথিবীর কোথাও খাবারে এত ভ্যাট নেই। গত দুই বছরের বেশি সময় ধরে দেশে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে ভোক্তার কাছ থেকে কোনোভাবেই ২৫ শতাংশ ভ্যাট আদায় করা সম্ভব নয়। চাইলেই খাবারের দাম বাড়ানো যায় না। ভ্যাট হার আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনা না হলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে।


মানববন্ধনে বক্তব্য রাখেন হোটেল মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ , সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ গৌতম পোদ্দার, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগান, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্বারকলিপি প্রদান করেন নরসিংদী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *