নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সর্বাধুনিক ফুল এইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভির ১৩বছরে পদার্পন উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। রবিবার রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।


এসএ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম গোলাম কবির কামাল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আমিরুল ইসলাম ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল।


আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল-এ মিল্লাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর জামাতে ইসলামী নরসিংদীর সভাপতি মোঃ আজিজুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম কামাল, চ্যানেল আই’র সুমন রায় এবং মাই টিভির তৌহিদুল ইসলাম মিঠু।
আলোচনা শেষে উপস্থিত সকল অতিথিদের নিয়ে কেকে কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *