সাব্বির আহমেদ
১৮ জানুয়ারি শনিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়, চিনিশপুরে আলোচনা সভা, দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতার ঘোষক এবং একজন প্রকৃত দেশপ্রেমিক নেতা। তার আদর্শ আজও আমাদের পথ দেখায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল। তিনি শহীদ জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের সংকটময় মুহূর্তে জিয়ার সাহসী নেতৃত্বই আমাদের পথ দেখিয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ফারুক উদ্দিন ভূঁইয়া। এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, এবং সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া শেষে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নেতৃবৃন্দ এই কার্যক্রমকে বিএনপির মানবিক সেবার একটি অংশ হিসেবে উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে আয়োজনকে সফল করেন।