নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদীর সর্বস্তরের জনগণ।
রাত ১২.০১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ,এর পর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা , লেডিস ক্লাব নরসিংদী, পুনাক নরসিংদী, পিবিআই , জেলা বিএনপি ‘র পক্ষে সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক, জেলা পরিষদ, নরসিংদী প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোঃ নূরুল ইসলাম , নরসিংদী সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি মোঃআব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসের পক্ষে শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেনসহ জেলার সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্ণধারগণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
ভোরে নরসিংদী শহরের প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা জেলা প্রশাসনের প্রভাতফেরীতে অংশ নেয়। একুশের সাজে বিশাল প্রভাত ফেরীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক। (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, প্রাক্তন ডিন জীব বিজ্ঞান অনুষদ, প্রাক্তন চেয়ারম্যান মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ,উপাচার্য স্টেট ইউনির্ভাসিটি অফ বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাশিল্পী মোতাহার হোসেন অনিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান একজন শিষ্যের কাছে গুরুর উচ্চতা আকাশচুম্বী তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর এমন কোন ভাষা নেই, যার জন্য রক্ত দিতে হয়েছে। শুধুমাত্র বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে আমাদের রক্ত দিতে হয়েছে।’ ৫২ র আন্দোলন শুধু ভাষার আন্দোলনই ছিল না। এটা ছিল স্বাধীনতার বীজ বপন। ‘৫২ না থাকলে ‘৭১ হতো না। ‘৬৯ আসতো না ‘৯০ গণআন্দোলন হতো না এবং ২৪ এর গণঅভ্যূত্থান হতো না। তাই আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ , সালাম, বরকত ,রফিক ,জাব্বারদের। পরে তিনি আমাদের কেমন শিক্ষক,কেমন ছাত্র হতে হবে দুটি গল্পের মাধ্যমে তুলে ধরেন। জেলা শহরে সুন্দর বইমেলা আয়োজনে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী শিক্ষক অভিভাবকদের শিক্ষার্থীদের বই মেলায় নিয়ে আসার এবং বই কেনার আহবান জানান। বই মেলায় ৫০ টি বইয়ের স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টায় পর্যন্ত বই মেলা বই প্রেমীদের জন্য খোলা থাকবে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমী ,শিশু একাডেমী ও বাঁধনহারা থিয়েটার স্কুলের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ,নৃত্য ও একুশের নাটিকা মঞ্চস্থ করেন।