নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর পৃথক জায়গায় অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি সর্টগান ও একটি রাইফেলসহ মোট ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
১৮ আগস্ট (রোববার) দুপুরে নরসিংদী ক্যাম্পের দায়িত্বে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব এসব উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনী সূত্রে জানায়, জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি সর্টগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে গত ১১ আগষ্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন।
ওসি তানভীর আহমেদ জানান, নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *