নিজস্ব প্রতিবেদক
স্লিপ প্রক্রিয়ায় বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা ও প্রবেশ গম্যতা বিষয়ক কর্মশালায় সমাপনী বক্তব্যে এসএমসি ‘র সদস্য মনজিল এ মিল্লাত বলেন , আমরা যারা এসএমসিতে ও শিক্ষকতা পেশায় আছি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলার পথ সুগম করা আমাদের কর্তব্য। তিনি আরো বলেন, বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যে সকল প্রতিবন্ধকতা রয়েছে আমরা সমাধান করবো। বিদ্যালয়ের প্রবেশ পথে রেম্প, টয়লেট ও ক্লাস রুম গুলো তাদের সহজ ব্যবহার উপযোগী করে দেব। প্রতিবন্ধী শিশুরা আমাদের সন্তান, তাদের প্রতি আরো আন্তরিক হবো।
গত ২৫ আগস্ট ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট(ডিআইডি)ইনক্লসিভ এডুকেশন ৪৫ প্রকল্পের আওতায় স্লিপ টিম ও এসএমসি সদস্যদের কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে উপস্থাপন করেন সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী রিংকু ইম্মানুয়েল কস্তা, প্রবেশগম্যতার ধারণা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক আলোক পাত করেন সিডিডি’র প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, বাঁধা নিরুপণ, এসএমসি ও পিটিএ ‘ র ভূমিকা শীর্ষক আলোচনা করেন, নরসিংদী জেলা প্রতিবন্ধী সংগঠন স্পন্দনের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাবেক এসএমসির সদস্য মোঃ আলমগীর হোসেন, বোরহান উদ্দিন , সিডিডির নুরুজ্জামান, শাহনাজ বেগম, প্রধান শিক্ষিকা ফারহানা আফরোজ, কোহলি আক্তার, নাছিমা আক্তার, সহকারী শিক্ষক শামীমা পারভীন, সোহানা আক্তার প্রমুখ।