নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদী সদরে অবস্থিত হযরত কাবুল শাহ কালেক্টরেট পাবলিক স্কুল, কাবুল শাহ মাজার এবং মাদ্রাসার স্থান পরিদর্শন করেন।
তিনি মাজার মসজিদে জোহরের নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কৌশল বিনিময় করেন। পরে স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন , শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশ্ন করেন, শিক্ষার্থীরা বড় হয়ে কি হবে জানতে চান। শিক্ষকদের কারিকুলাম অনুযায়ী মানসম্মত পাঠদান এবং শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধির কথা বলেন। তিনি মাজার শরীফের পবিত্রতা রক্ষা করার কথা বলেন। ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য একটি মানসম্মত আধুনিক মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, স্কুল ও মাজার কমিটির সদস্য মনজিল এ মিল্লাত , মোস্তফা মিয়া, বাছেদ খন্দকার , আলম খন্দকার,বাবুল খন্দকার , খাদেম আবুল হাসিম ।