মোঃ জসিম উদ্দিন
বিশ্ব শিক্ষক দিবস, বৈষম্য বিরোধী আন্দোলনের দুই মাস পূর্তি ছাত্র জনতার সফল অভ্যূত্থানে বাংলাদেশ অর্জন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান গত ৬ অক্টোবর রবিবার রাতে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহা: মোবারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, আলোচক ছিলেনর নকশিসের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বক্তব্য রাখেন নকশিসের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শফিকুর রহমান বকুল, হাজী আবেদ আলী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ ছানাউল্লাহ, নকশিসের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম মৃধা, নরসিংদী উদয়ন কলেজের পরিচালক হাসিবুর রহমান অনিক, নরসিংদী ইমপ্রিরিয়াল কলেজের পরিচালক মহসিন শিকদার, কবি আসাদ সরকার, মইনুল ইসলাম মিরু, আলতাফ রানা, বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপিঠ এর প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান খান, নরসিংদী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির (এনআইএসটি) অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের শিক্ষার্থী মোঃ রাফিউন হাসান খান আরাফ, মেহনাজ রহমান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনন্য অবদানের জন্য অশেষ কৃতজ্ঞতা মোঃ জহিরুল হক মৃধা, মোঃ মহসিন শিকদার, হাসিবুর রহমান অনিক, মাইনুল ইসলাম মিরু, কবি আসাদ সরকার, মাসুদুর রহমান রানা, মুস্তাহিদুল আজাদ নিপুন, কবি আকতার জামান, আমিরুল এহসান, মোঃ কামাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, কবি মন কাউসার, রেদুয়ান আহম্মদ মোল্লা, জাকারিয়া, সফিক ও মনজিল এ মিল্লাত।
বক্তব্যের পূর্বে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সাহেপ্রতাব এর নায়েবে মুহতামীম মাওলানা সাদেকুর রহমান সিদ্দিক।