নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা ত্রাণ পুনঃর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান বলেন, দুর্যোগ মুলত ২ ধরনের। প্রাকৃতিক ও মানুষের সৃস্ট। ২০২২ সালে ১৮টি জেলার ২৮ লাখ ৩৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়গ্রহন করে ৭২ লাখ ৮১ হাজার ২০৪ জন মানুষ। মারা যায় ১২ জন এবং আহত হয় ২হাজার ৮৮০জন।
সর্বশেষ এ বছরের আগস্ট পর্যন্ত ১১ টি জেলায় ৫০ লাখ ২৪ হাজার ২০০২ জন ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে মারা যায় ৭১ জন।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নরসিংদীতে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
” আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই শ্লোগান নিয়ে নরসিংদীতে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি আজ সকালে আজ নরসিংদী জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় জেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুস্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফিক, জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ নোমান, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জামেয়া কাশেমিয়ার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদ, সহযোগী অধ্যাপক মকবুল হোসেন, সদর উপজেলার পিআইও মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাঈম ইবনে হাসানসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষর্থী।
ফায়ার সার্ভিসর পরিদর্শক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ৬টি বিষয়ের উপর মহড়া প্রদর্শিত হয়।