oplus_1024
নিজস্ব প্রতিবেদক
বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় নরসিংদী জেলার প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় জেলা প্রশাসক বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা প্রদান করেন। বাজারে গরুর মাংস, মাছ ও ডিমসহ  বিভিন্ন শাকসবজি ন্যায্য মূল্য পেয়ে খুশি সাধারণ মানুষ। বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস, ১২০ টাকা  ডজনে মুরগির ডিম বিক্রি হচ্ছে। এছাড়া মাছ সাধারণ বাজারের তুলনায় প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। শাকসবজির মধ্যে লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকায়,  ঢেরশ ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লাল শাক ৪০ টাকা টমেটো আশি থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে  ১২০ টাকা,, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান,
সপ্তাহের প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর পার্কে বাজারটি অব্যাহত থাকবে।
এছাড়াও প্রতিটি উপজেলায় এ বাজার চালু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের  উপ পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *