নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ( অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ) নরসিংদী জেলা শাখার নেত়ৃবৃন্দ।
শুভ নববর্ষে জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান, নরসিংদী জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি বি জি রশিদ নওশের, বিটিএ’ র আহবায়ক বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর, সদস্য সচিব একেএম বাছেদ মোল্লা ভূট্রো। বাংলাদেশ কর্মচারী ঐক্য জোট নরসিংদীর জেলার সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় বিটিএ’ র যুগ্ম আহবায়ক কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল, বাগহাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান খান , লাখপুর কলেজের অধ্যক্ষ সোহেল চৌধুরী, কারারচর তৌফাজ্জল হোসেন মৌলভী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান প্রমুখউপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর নেন। শিক্ষা প্রতিষ্ঠানের শৃংখলা, শিক্ষার্থীদের পড়াশোনাসহ সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণের কথা বলেন।