নিজস্ব প্রতিবেদক
নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে নরসিংদীতে তাঁত বোর্ডের চেয়ারম্যান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার ইউএনও এবং অধ্যক্ষ সহ ১৪ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। ০৬ জানুয়ারি  দুপুর ১২ টা থেকে তারা অবরুদ্ধ রয়েছেন। অবরুদ্ধরা হলেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, (এনডিসি), (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) (অ:দা:) আকরামুজ্জামান, প্রধান হিসাব রক্ষক এবং প্রকল্প পরিচালক (অ:দা:) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ:দা:),মোঃ আইয়ুব আলী,ব্যবস্থাপক (অপারেশন) মো: মনজুরুল ইসলাম,ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মোঃ সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম,নরসিংদী সদর উপজেলা নির্বাহী করমকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক সহ ১৪ জন। শিক্ষার্থীদের দাবি তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সভা সমাবেশ ও মানববন্ধন করেছে। এর ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ না হওয়ায় আজ তারা এই কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ হওয়া কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও কলেজের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে একটি সভা করার জন্য তারা কলেজে আসেন। সভা করার লক্ষ্যে সবাই একটি রুমে মিটিং করা অবস্থায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীরা জানান, এখানে ভর্তি হওয়ার পর টেক্সটাইল কলেজের নিয়ম অনুযায়ী যেসব শিক্ষককে দিয়ে ক্লাস করানো করার কথা তা না করে ডিপ্লোমা শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন অজুহাতে দফায় দফায় তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তারা আরও জানায়, এই কলেজটি দেশের আরও ৯ টি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের ন্যায় পরিচালনা করার কথা। কিন্তু অদৃশ্য কারনে তা করছেনা কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, এখানে বিএসসি কোর্সে টেক্সটাইল ইন্জিনিয়ারিং শাখায় ৩২৫ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। এই শিক্ষার্থীরা এখানে এসে কিছুই শিখতে পারছেনা। এখানকার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্সের অধ্যক্ষ মাহবুবুল হক অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে অর্থনৈতিক বিশেষ সুবিধা পাওয়ায় তার অধিনস্ত জুনিয়র শিক্ষকদের দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের পাঠদান পরিচালনা করছেন। এই সুবিধা পাওয়ায় তিনি এখানকার শিক্ষার্থীদের দাবী সত্ত্বেও অধ্যক্ষ কলেজটিকে বস্ত্র অধিদপ্তরে দিতে নারাজ। যার কারণে সর্বশেষ এক দফা দাবীতে এসব কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হবে। তাত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে কলেজের হলরুম সভায় মিলিত হলে শিক্ষার্থীদের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে অবরুদ্ধ করা হয়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দ্রুত ঘটনার স্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাত সোয়া ৯ ঘটিকায় শিক্ষার্থীরা দাবী পূরণে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *