নিজস্ব প্রতিবেদক
বছরের শুরুতে নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধারা পেল হুইল চেয়ার ও ক্র্যাচ। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের তত্বাবধানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান , জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা রকিব মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন । বীর মুক্তিযোদ্ধা মোঃ লস্কর আলী মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন তাবু।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং শরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন। বীর মুক্তিযোদ্ধাদের বয়সের কথা বিবেচনা করে সহজ ভাবে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উঠানামার জন্য দ্রুত সময়ে লিফ্ট মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থাসহ ও বীরমুক্তিযোদ্ধাদের ন্যায়সঙ্গত সকল সুযোগ সুবিধার প্রদানে প্রতি প্রশাসনিক সহযোগিতা’র আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন জেলার সকল বীরমুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল গুজব ওভিন্ন মিথ্যাচারে বি়ভ্রান্ত না হয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় রাখার লক্ষে কাজ করার আহব্বান জানান। তিনি আরো বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাবান্ধব দল।
দেশের স্বাধীনতা যুদ্ধে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিরেচিত। মুক্তিযোদ্ধাদের কল্যানের বিএন পি ই প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় প্রতিষ্ঠা করেন।
আলোচনা শেষে ,জেলা প্রশাসক নরসিংদী জেলার ৬টি উপজেলায় মোট ২১টি হুইল চেয়ার ও ক্র্যাচ বিতরণ করেন। বীরমুক্তিযোদ্ধাগণ হুইল চেয়ার ও ক্র্যাচ গ্রহণ করে আনন্দাশ্রুতে আপ্লুত হন ।