ফাহিমা খানম

নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬২) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মো. ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মো. কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)।
পুলিশ জানায়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের চালক কাঞ্চন মিয়া গত মঙ্গলবার অটোরিকশাসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বুধবার সকালে থানার বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করে। এসময় তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম থানায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছেন। তাঁরা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করেছেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *