ক্রীড়া প্রতিবেদক
তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে নরসিংদীতে বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ব্যাডমিন্টন গ্রুপ। শুক্রবার রাতে নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাসেল লক্ষণ দল চ্যাম্পিয়ন এবং প্রিন্স রোকন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক পল্লী বিদ্যুৎ সমিতি সদর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নাসির আহমেদ রিগান, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুভাষ সাহা, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল-এ মিল্লাত ও সুশাসনের জন্য নাগরিক-সুজন নরসিংদী জেলা শাখার সম্পাদক হলধর দাস।