নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে স্টেক হোল্ডার এবং ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে।

এতে নরসিংদী শহরের বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৮ মার্চ দুপুরে নরসিংদী চেম্বার সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি’ র সভাপতিত্বে চেম্বার ভবনের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মত বিনিময় সভা উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, এনসিসিআই ‘র পরিচালক মোঃ নাজমুল হক ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, ইরফান আহম্মেদ মোল্লা রিপন, নাসির আহমেদ রিগান, নাসির উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম, নান্নু আলি খান,আব্দুল আউয়াল, আব্দুল মোতালিব ভূইয়া, রায়হান মিয়া , বাবু চৌধুরীসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।

মত বিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল,তেল এসবের দাম কী কারণে বাড়ছে, কীভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। আর আইনশৃঙ্খলা ও জ্যাম নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়। পুলিশের স্বল্পতা উল্লেখ করে প্রয়োজনে ভলান্টিয়ার নিয়োগ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *