নিজস্ব প্রতিবেদক
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” – এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ । এই দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নরসিংদীর উদ্যোগে রেলি আলোচনা সভা ও অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ইউনুস মিয়া ও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোঃ রাফি সহ অন্যরা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে অগ্নিকান্ডের মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠান উপস্থাপনা করেন সরকার ছগির আহমেদ।
