নিজস্ব প্রতিবেদক

আজ ২৪ এপ্রিল নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য এপিপি এডভোকেট মমতাজ মহল এর ৭ম মৃত্যুবার্ষিকী পারিবারিক ভাবে পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ,দোয়া ও এতিম শিশুদের খাওয়ানো হয়েছে। এবং আগামীকাল শুক্রবার বাদ মাগরিব নরসিংদী কালেক্টরেট জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম এড. মমতাজ মহল ১৯৫৪ সালে ১৩ ডিসেম্বর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের কাসিমনগর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব মোঃ আশ্রাফ আলী , মমতাময়ী মায়ের নাম ফরিদা খাতুন। তাঁর পিতামহ রমজান আলী ও মাতামহ জয়ধন আলো। পাঁচ ভাই চার বোনের মধ্যে সবার বড় মমতাজ বেগম। তিনি আলিয়াবাদ পি ডি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী করে শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এসএসসি পাস করেন। উচ্চ মাধ্যমিক শিবপুর শহীদ আসাদ মহাবিদ্যালয় থেকে। এই কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। এলএলবি নারায়ণগঞ্জ তোলারাম ল কলেজ থেকে আইন পাস করে নরসিংদী জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ মাষ্টারের সাথে বিবাহবদ্ধনের পর পাঁচ জন সন্তানের জননী হন। প্রথম সন্তান এ,কে,এম সফিকুল ইসলাম (ব্যবসায়ী) দ্বিতীয় সন্তান মোঃ রফিকুল ইসলাম সোহেল (,আইন পেশায় নিয়োজিত ঢাকা সুপ্রিম কোর্ট) তৃতীয় সন্তান মোঃ সাইফুল ইসলাম জুয়েল (ব্যাঙ্কার) ষাটের পাড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন ইতিপূর্বে),চতুর্থ সন্তান কোহিনূর রীতা (ইটালীতে বাস করেন)পঞ্চম সন্তান শাহিনুর আক্তার রুমা(ব্যাঙ্কার)।
তিনি ৬৯ এ গণঅভ্যুথানের সাথে সক্রিয় ভূমিকা পালন করেন। তাছাড়া, তিনি রায়পুরা উপজেলা জাতীয় মহিলা সংস্থা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আমৃত্যু বিনে পয়সায় অসহায় , তালাক প্রাপ্ত মহিলা ,যৌতুক ও নারী নির্যাতনের পক্ষে আইনী লড়াই করতেন । তিনি অত্যন্ত সাদাসিধে ফরেজগার মহিলা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *