নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে নরসিংদী জেলা কালচারাল অফিসার মোছাঃ শাহেলা খাতুনের পদত্যাগসহ ১০দফা দাবীতে মানববন্ধন করে নরসিংদী জেলার সাংস্কৃতিক কর্মীগণ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী মোঃ মিজানুর রহমান, নির্জনা, শাহীন ভূঁইয়া ,রবিন, হৃদয় প্রমুখ। তাদের দাবীসমূহঃ অবিলম্বে জেলা কালচারাল অফিসারের পদত্যাগ করতে হবে। দুর্নীতিমুক্ত শিল্পচর্চা উপযোগী শিল্পাঙ্গন গড়তে হবে। সাংস্কৃতিক নির্বাহি কমিটিতে (এডহক কমিটিতে )সাংস্কৃতিক দলগুলোর ন্যূনতম তিনজন তরুণ কর্মীদের প্রতিনিধি হিসেবে রাখতে হবে। সকল প্রকার প্রোজেক্ট নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হবে। সকল কর্মশালা এবং প্রোজেক্টে শিল্পীদের জন্য বৈষম্যহীন ও ন্যায্য সম্মানি নিশ্চিত করতে হবে। জেলা শিল্পকলা একাডেমির সঠিক মেরামত। মঞ্চ ,সাউন্ড, দর্শকমন্ডলিআসন, আলোকসজ্জার রুমসহ সকল কক্ষের মেরামত করতে হবে। জেলা শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর জন্য গ্যালারির ব্যবস্থা বা স্থাপন করতে হবে। সকল সাংস্কৃতিক দলের মহড়ার জন্য জেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত করতে হবে। জেলা শিল্পকলার সকল শিক্ষক সহ সকল প্রশিক্ষকদের ন্যায্য সম্মানি নিশ্চিত করতে হবে ও নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে ও জেলার সকল সাংস্কৃতিক কার্যক্রমে সকল দলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখে তাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।