নিজস্ব প্রতিবেদক
‘ দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিলো বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা, বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ২৮ এপ্রিল সকাল ০৯ ঘটিকায় নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হুমায়ুন কবীর-এর নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়।


পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে ফিরে আসে। রেলিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারি, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ূন কবীর,
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফুল কবীর নয়ন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফাত মুবিনা ইউসুফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এলিছ জাহান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ.এন.এম মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আঃ মান্নান।


এ সময় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় ০৩ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। তন্মধ্যে অ্যাড. মোসাঃ ফাতেমা বেগম, অ্যাড. ইশরাত জাহান শম্পা, অ্যাড. মোঃ সালাহ্ উদ্দিন খন্দকার সোহেল।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *