নিজস্ব প্রতিবেদক
“শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে নরসিংদীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা মে সকালে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালীর বের হয়। র‍্যালীটি সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালী পরবর্তিতে বেলুন উড়িয়ে দিনটির শুভ সুচনা করেন জেলা প্রশাসক।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সৈয়দ মোা: আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নরসিংদী এর উপমহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন,নরুল ইসলাম,সভাপতি প্রেস ক্লাব,নরসিংদী,মোমেন মোল্লা,সাবেক সভাপতি,নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ লিঃ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক বৃন্দ প্রমুখ।


পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র নরসিংদী এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলন কক্ষে উপস্থিত সকলে ঢাকা থেকে বিটিভির সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস মহোদয়ের মহান মে দিবস উপলক্ষের বক্তব্যটি অবলোকন করেন।
জেলা প্রশাসন নরসিংদীর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *