ক্রীড়া প্রতিবেদক
২৯ এপ্রিল নরসিংদী কালেক্টরেট ঈদগাঁহ মাঠে
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বছরের বালকদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এবং সাঁতারের গুরুত্ব তুলে ধরার প্রেক্ষিতে মাসব্যাপী প্রশিক্ষণের শুভ সূচনা করা হয়।
নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক, নরসিংদী এঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু।


এসময় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা , জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত , ফুটবল প্রশিক্ষক নাজমুল হোসেন ডিসেন্ট , কারাতে প্রশিক্ষক রুপু আহমেদ, সাঁতার প্রশিক্ষক মোঃ আকরাম হোসেন সরকারসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী
শিক্ষক (ক্রীড়া) ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের ৪০জন বালক নিয়ে ফুটবল, ৩৫জন বালক বালিকাদের নিয়ে অ্যাথলেটিক্স এবং ৩৫ জন বালকদের অংশগ্রহণে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম আরম্ভ হয় । প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিদিন ৯০ মিনিটের ৩টি করে মোট ২১টি আলাদা সেশন অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *