নিজস্ব প্রতিবেদক
নরসিংদী প্রেসক্লাবে ৯ মার্চ বেলা ৩.৩০ ঘটিকায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, নরসিংদী জেলার প্রতিনিধিদের উদ্যোগে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি এর কেন্দ্রীয় সংগঠক ও নারী ও শিশু বিষয়ক পি.পি. অ্যাড. শিরিন আক্তার শেলী, নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলা সংগঠক-সাইদুল ইসলাম রাকিব, ইমতিয়াজ খান বেলাল, জহিরুল হক, মোঃ আলামিন ও গোলাম রাশেদ তমাল সহ জেলার অন্যান্য নেত্রীবৃন্দ।
এসময় অ্যড. শিরিন আক্তার শেলী বলেন- অবশ্যই ধর্ষকের বিচার নূন্যতম সময়ের মধ্যে করতে হবে এবং সেটি হবে মৃত্যুদন্ড। তিনি আরও বলেন, সাধারণ জনগণের প্রতি অনুরোধ – আপনারা আদালতকে সহায়তা করুন৷ যে মহল ধর্ষকের বিচারের বিরুদ্ধে অবস্থান নেয় বা বিভিন্নভাবে সুপারিশ করে তাদেরকে প্রতিহত করুন। এবং নরসিংদী জেলার ধর্ষণের সকল মামলায় ভুক্তভোগীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় পলাশ উপজেলা সংগঠক, সাইদুল ইসলাম রাকিব বলেন- এই সমাজে ধর্ষণ এই প্রথম হয়নি, এই শব্দটি আমাদের কাছে সুপরিচিত। এমন মানববন্ধন আমরা বারবার করেছি কিন্তু বিনিময়ে আমরা কী বিচার পেয়েছি? পাইনি, আমরা পেয়েছি- আদলতে একটার পর একটা তারিখ, পেয়েছি ধর্ষিতার বুকভরা আকুতি ও হাহাকার। এবারও যদি এমন হয় তাহলে এনসিপি মেনে নিবে না।
এছাড়াও মোঃ আলামিন মিয়া, জহিরুল হক সহ অন্যান্য নেতাকর্মী বক্তব্য রাখেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এদিকে, রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে
দেশজুড়ে হত্যা-ধর্ষণসহ নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেশব্যাপী চলমান হত্যা-ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান জান্নাতুল ফেরদৌস মালিয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় মানববন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *