নিজস্ব প্রতিবেদক
আগামী ০৭ সেপ্টেম্বর নরসিংদী পৌরপার্কে ন্যায়ের পক্ষে বৈষম্যের বিপক্ষে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই প্রতিপাদ্য নিয়ে ” রাষ্ট্র সংস্কারে তারুণ্যের উৎসব -২০২৪ এর সফল বাস্তবায়নে নরসিংদী গ্যালাক্সী রেস্টুরেন্টে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়।

গত ১৫ আগষ্ট আলিফ মোহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কর্ণধার জহিরুল ইসলাম সুমন,আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত , জমিয়তে ওয়ালামায়ে ইসলাম নরসিংদী জেলার সভাপতি মুফতি আঃ রহীম কাশেমী, নরসিংদী ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মুফতি মোস্তফা আল ফারুকী, আবদুল মান্নান ভূইয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ ভূইয়া, নরসিংদী উদয়ন কলেজের পরিচালক মোঃ হাসিবুর রহমান অনিক, আল খিদমাহ ওলামা পরিষদ পলাশের মোহাম্মদ ইসমাইল হোসেন হাসেমী, হেফেজতে ইসলাম পলাশের সেক্রেটারী মাও মোঃ সুলাইমান গাজী, আল খিদমাহ ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ ইউসুফ , আমরা নরসিংদীবাসীর সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, মুক্ত টিভির পরিচালক বিলাল হুসাইন, নরসিংদী আদর্শ একাডেমীর ভাইস প্রিন্সিপাল সৈয়দ মাহবুব তামিম, আন নূরীয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ হাঃ মাও আলী হাসান, তরুণ উদ্যোক্তা রিগান আহম্মেদ নাসির প্রমুখ।
সভায় গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারে কোন রাজনৈতিক দল করতে পেরেনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তা করতে পেরেছে। ছাত্রদের মাসব্যাপী তীব্র আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। এই বিজয় তারুণ্যের বিজয়। নরসিংদীর শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো এবং ৭ সেপ্টেম্বর বেলা ২-৩০ ঘটিকা থেকে নরসিংদী সরকারী কলেজ সংলগ্ন পৌরপার্কে রাষ্ট্র সংস্কারে তারুণ্যের উৎসবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *