মোঃ জসিম উদ্দিন
নরসিংদী শহরের গাবতলীতে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী নুরানী মডেল মাদরাসা বালিকা শাখা থেকে ১০ জন ছাত্র হিফজ সম্পন্ন করায় তাঁদেরকে সংবর্ধনা ও ২৭ জন ছাত্রীর হিফজ, নাজেরা ও আমপরায় ছবক দান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  বুধবার অনুষ্ঠিত হয়।
এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কাতার শাখার আমীর হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ভূইয়া, আজকের খোঁজখবর  সম্পাদক মনজিল এ মিল্লাত, একজন হাফেজার অভিভাবক মাওলানা ইব্রাহিম।
স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী নুরারী মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল লতিফ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া। যে ১০ জন হাফেজা হয়েছে তারা হলেন- সামিয়া আক্তার, তাহিরা তাবাসুম ইফতা, সামিহা মাইয়ান সোহানা, সুতা আক্তার, মুনিবা তাসনীম, সিরাজুম মনিরা, তাসনীম নুর জান্নাত, মামিয়া আক্তার মাইশা, লুবাবা জান্নাত খাদিজা ইসলাম তানহা। এই ১০জন হাফেজা কে সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *