নিজস্ব প্রতিবেদক
গত ১২ সেপ্টেম্বর নরসিংদী জেলার ২০তম জেলা প্রশাসক হিসেবে  মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমের নিকট নরসিংদী জেলার দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। যোগদানের পর প্রথম টাস্ক হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ হতে নির্দেশিত হয়ে তিনি জেলায় একটি কমিটি গঠন করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা প্রস্তুত করেন ও প্রেরণ করেন। এর পাশাপাশি তিনি এক এক করে শহিদদের পরিবারের সাথে দেখা করে স্বান্তনা প্রদান ও সহমর্মিতা জ্ঞাপন করছেন। গত ১৪ সেপ্টেম্বর তিনি শহিদ তাহমিদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও তার শোকসন্তপ্ত পিতা মাতাকে স্বান্তনা প্রদান করেন। এর পরে ১৬ সেপ্টেম্বর তিনি শহিদ ইমন ও শহিদ আমজাদের পরিবারের সাথে দেখা করতে তাদের বাড়িতে যান এবং কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) অনজন দাশ।
উল্লেখ্য, শহিদ তাহমিদ গত ১৮ জুলাই নরসিংদী সদরের জেলখানার মোড়ে শহিদ হন। শহিদ ইমন একই স্থানে এবং শহিদ আমজাদ ইটাখোলা মোড়ে শহিদ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *