নিজস্ব প্রতিবেদক
তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, তরুণ সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। এর জন্য তাদের উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।
সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা। আধুনিক বাংলাদেশ বিনির্মাণের তারুণ্যের নব উত্থান’ শিরোনামে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার আফসানা আখতার।
মতবিনিময় সভায় বিয়াম জিলা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ ইব্রাহিম তার বক্তব্যে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধিদের তরুণদের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। নরসিংদী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ তানিম তার বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ ছাত্রদের অগ্রগণ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন বর্তমানে মাদকের গ্রাস তরুণসমাজকে পথভ্রষ্ট করতে তৎপর রয়েছে। এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে তিনি সঠিক পথ প্রদর্শনের আহ্বান জানান এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও তাদের বক্তব্যে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, জবাবদিহিতা বাড়ানো এবং তাদের আইডিয়াগুলোকে পৃষ্ঠপোষকতা দানের কথা জানান।
নরসিংদী আইডিয়াল হাই স্কুলের শিক্ষক মনজিল এ মিল্লাত বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার পরে নরসিংদী অন্যতম উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। ৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তাহমিদ সকলেই নরসিংদীর সন্তান।
নরসিংদী বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াসিন আরাফাত বলেন, ছাত্ররাই সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে সবার আগে এগিয়ে আসে। সবাই হেরে গেলেও, এগিয়ে যায় ছাত্ররা। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইউসুফ আলী শিক্ষার্থীদের সুন্দর জীবনের শপথের আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোঃ শামসুল আলম মাদকের গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফাহিম ভূঁইয়া রাজিব বলেন শুধুমাত্র চাকরি বা ব্যবসা নয় তরুণদেরকে নেতৃত্ব দানে এগিয়ে আসতে হবে।
নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বিট্রিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরামের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন আমাদের উপমহাদেশের ইতিহাসে তরুণ প্রজন্মের সকল ন্যায়ভিত্তিক আন্দোলনে অংশগ্রহণের ইতিহাস অহংকার করার মত।
বিশেষ অতিথি সৈয়দ আমিরুল হক শামীম বলেন তাঁর বক্তব্যে দেশের সম্পদ রক্ষায় তরুণদের আত্মনিয়োগের আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ তার বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি তরুণ শিক্ষার্থীদের প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী শিক্ষার্থীদের কে আগামীর বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে ভূমিকা পালনে তৈরি হওয়ার আহ্বান জানান। তিনি তরুণ শিক্ষার্থীদের communication skill development এর ওপর জোর দেন। তিনি তার বক্তব্যে’ কেমন নরসিংদী চাই?’ এবং’ কেমন শিক্ষা প্রতিষ্ঠান চাই?’ শীর্ষক দুইটি প্রশ্ন রাখেন তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ?
অনুষ্ঠান উপস্থাপনা করেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক সহযোগিতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে জনসম্পৃক্ততা বৃদ্ধি লক্ষ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্ণধার, গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *