আরিফুল ইসলাম
নরসিংদীর শিবপুর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ৮ ডিসেম্বর শিবপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সদস্য আমিনুল হক রেন্টু। সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।