নিজস্ব প্রতিবেদক
নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নরসিংদীতে এক বিজয় র্যালি বের করা হয়। নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এই র্যালিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংঘটনের প্রতিনিধিসহ অন্যান্যরা এতে অংশগ্রহণ করেন। র্যালিটি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান, বীরমুক্তিযোদ্ধা শিবপুর পাইলট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনজন দাশ বিপিএএ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, বীর মুক্তিযোদ্ধা আরমান, বীর মুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শাহজাহান ভূঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেন প্রমুখ।
১৯৭১ সালে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সস্তান।