নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান ।
এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক , বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া ,বীরমুক্তিযোদ্ধা লস্কর আলী, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আজহারুল হক প্রমুখ।
আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবী ,বীরমুক্তিযোদ্ধা , দেশ ওজাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের ইমাম নাসিরউদ্দিন কাশেমী।