নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর নরসিংদী জেলা বিএনপি’ র অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ থেকে মিথ্যা, ভিত্তিহীন ও অবান্তর পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী জেলা ছাত্রদল।
সসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। এসময় বিগত আ’লীগ সরকারের আমলে গুম হওয়া, নির্যাযিত জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিদ্দিকুর রহমান নাহিদ।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান রিফাত বলেন, গতকাল আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি, নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এ,জি, এস মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ কে নিয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন ও অবান্তর পোস্ট করা হয়। বিগত চার দিন পূর্বে “দেশরত্ন শেখ হাসিনা” নামক ফেসবুক আইডি দিয়েও মিথ্যা অপপ্রচার করা হয়।
সিদ্দিকুর রহমান নাহিদ এর বিরুদ্ধে আওয়ামী লীগ এর ষড়যন্ত্র নতুন কিছু নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিগত পনেরো বছরের শাসন আমলে সিদ্দিকুর রহমান নাহিদ এর উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়। ৩৫ টি রাজনৈতিক মামলা, হয় বারের কারা নির্যাতন ও সাড়ে আট মাসের গুমের শিকার হতে হয়েছে সিদ্দিকুর রহমান নাহিদ কে। পতনের পূর্বে সর্বশেষ রাজনৈতিক মিথ্যা মামলা ও কারা নির্যাতনের জন্য সিদ্দিকুর রহমান নাহিদ তার আপন বড় ভাই ও মায়ের জানাজা ও দাফন থেকেও বঞ্চিত হয়েছে।
উল্লেখ্য, জুলাই আগস্টের সরকার পতনের আন্দোলনে নরসিংদীতে ২৬ জন নিহত হয়। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও নরসিংদীর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে আসামী করে ১৩ টি হত্যা মামলা দায়ের করা হয়। মাধবদী পৌরসভা ছাত্রদল কর্মী শাওন হত্যা মামলায় বাদী অলিউল্লাহ কে বাসা থেকে তুলে এনে শেখ হাসিনা সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারে জোরপূর্বক করানো হলফনামা সহ বাদীকে উদ্ধারপূর্বক যড়যন্ত্র প্রতিরোধের ঘটনায় সিদ্দিকুর রহমান নাহিদ আওয়ামী লীগ এর চক্ষুশূল পরিণত হয়েছে এটা আমরা নরসিংদীবাসী সহ দেশবাসী অবগত।
এরই প্রেক্ষিতে মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ কে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হেয় প্রতিপন্ন, ভাবমূর্তি নষ্ট সহ ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে সিদ্দিকুর রহমান নাহিদ এর ব্যাক্তিগত ছবি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়।
আমরা এই ঘৃন্য যড়যন্ত্রের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পতিত স্বৈরাচার আওয়ামী লীগারদের হুশিয়ারী করে বলে দিতে চাই এই ধরণের ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করা না রাজনৈতিকভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিদ্দিকুর রহমান নাহিদ এর নেতৃত্বে নরসিংদী জেলা ছাত্রদল রাজপথে যেমন অগ্রণী ভূমিকা পালম করেছে, জুলাই আগস্ট এর সকল শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার স্বার্থে একইভাবে অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ ।
এছাড়া , উক্ত পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস রিলিজ দিয়েছেন নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ( দফতর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব) আমিনুল হক বাচ্চু।