নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)’র নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিআইপি রাশেদুল হাসান রিন্টু। এছাড়া আব্দুল কাইউম মোল্লা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হাসিব আহম্মেদ মোল্লাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মাজেদুল হক রুবেল ও মোঃ মফিজুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নির্বাচিত অন্যান্য পরিচালক বৃন্দ এবং পূর্বের কমিটির পরিচালক বৃন্দ, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে গত ২১ ডিসেম্বর ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়। এদের মধ্যে সাধারণ শ্রেণির ১২ জন পরিচালক হলেন রাশেদুল হাসান রিন্টু , আব্দুল কাইউম মোল্লা,মোঃ নাজমুল হক ভূঞা, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মোঃ মোশারফ হোসেন,মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ছানাউল্লাহ মিলন,নাসির আহমেদ রিগান, মোঃ মনির হোসেন,মোঃ নাসির উদ্দিন ও মোঃ রাজিবুল আলম। সহযোগী পরিচালক বিনা প্রতিদ্বন্ধীতায় ৬ জন হয়। তারা হলেনঃ
হাসিব আহম্মেদ মোল্লা, মোঃ সারোয়ার হোসেন ভূঞা ঝন্টু, আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মোঃ সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা রিপন।
আজ বেলা আড়াইটায় নরসিংদী চেম্বার কার্যালয়ে নির্বাচিত ১৮ জন পরিচালকদের মধ্য হতে ১ জন প্রেসিডেন্ট , সাধারণ শ্রেণির ১২ জন পরিচালকের মধ্য হতে ১ জন সিনিয়র ভাই প্রেসিডেন্ট এবং সহযোগী শ্রেণির ০৬ জন পরিচালকের মধ্য হতে ১ জন ভাইস প্রেসিডেন্ট এবং অফিস বেয়ারার নির্বাচন করা হবে। ৩০ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ র ২ বছর মেয়াদী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ ভূইয়া।
রাশেদুল হাসান রিন্টু নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ফুলেল শুভেচ্ছা জানান।