মুহাম্মদ মুছা মিয়া
মাধবদীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ( এনসিসিআই) বিদায়ী পরিচালনা পরিষদ।

৩১ ডিসেম্বর রাতে মাধবদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও নরসিংদী সদর -১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন। সভায় বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান , নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, খবিরুল ইসলাম বাবুল, মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা মোঃ মফিজুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সদস্য আবদুল বাতেন শাহীন, আনোয়ার হোসেন আনু, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টি এর ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টি এর ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান ভূঞা, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, পরেশ সূত্র ধর, মোঃ নাজমুল হক ভূইয়া, এনামুল হক মনির, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ ফয়সাল মাহমেদ, শহিদুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম জাহিদ, হাসিব আহমেদ মোল্লা, মোঃ সানোয়ার হোসেন ভূঞা, আসাদুজ্জামান প্রমূখ।
সভায় বক্তারা প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদীর ব্যাবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে মাধবদীর যানজট নিরসন, সুতা সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনয়ন, মাধবদীতে নিরবিচ্ছিন্ন গ্যাস – বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও মাধবদী – শেখেরচরকে পাশ কাটিয়ে ঢাকা – সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে প্রধান অতিথি খাইরুল কবির খোকনের প্রতি জোর দাবি জানান তারা। এসময় নরসিংদী জেলা, উপজেলা বিএনপি, মাধবদী থানা, শহর বিএনপি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাকর্মী সহ কয়েক সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রধান অতিথি খাইরুল কবির খোকন এর জন্মদিন পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *