নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি টিপটেনজাদুঘরে লাউঞ্জে বৈশাখী সংগীত একাডেমী নরসিংদীর আয়োজনে গুণিজন সংবর্ধনা, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সনদপত্র বিরতণ, একাডেমীর কার্যকরী পরিষদের পরিচিতি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কন্ঠশিল্পী মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব উপজেলা রিসোর্স সিন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক, নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার অনিতা পাল, প্রধান শিক্ষক জোতিরাম দাস ও ডাঃ রমজান আলী প্রামানিক। বক্তব্য রাখেন একাডেমীর সাধারণ সম্পাদিকা তাছমিনা ইয়াছমিন রুনা।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন লেখক ক্যাটাগরিতে ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ক্যাটাগরিতে মোঃ নূর হোসেন মিন্টু সরকার, চারু শিল্পে বিদ্যুত ভৌমিক,সংগীত শিল্পে দুলাল সাহা,তবলা শিল্পে নরোত্তম দাস এবং গিটার শিল্পে টিটন দে।
চ্যানেল আই ক্ষুদে গানরাজ তাসনিম আনাম রাইসা’র উপস্থাপনায় গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষে টপ ফিফটিন হলেন আপন কুমার বিশ্বাস,রত্না সরকার,মৌরিন সিকদার লাবণ্য,প্রজ্ঞা সাহা তরী,প্রিয়ন্তি দাস শুচি,পরিতোষ চন্দ্র দাস, শ্যামল ধর,সুচিত্রা জ্যোতি, মানহা বিনতে হক ইয়াশা, ঐশি ঘোষ, অরিত্রী বিহঙ্গ, কাঙ্খিতা প্রজ্ঞা রায়,অনিন্দিতা দাস, নবনীতা দাস, আতিকা জাহান পিংকিকে সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহসভাপতি রীনা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দা দাস, সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক লিপিকা সূত্রধর, সাংস্কৃতিক সম্পাদক হিমু সাহা,সহ সাংস্কৃতিক সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক আখি রানি গাইন,প্রচার সম্পাদক চন্দিকা ভক্ত, সহ প্রচার সম্পাদক শাওন সাহা, নৃত্য ও নাট্য সম্পাদক প্রেমা দেবনাথ, সহ নৃত্য সম্পাদক শ্যামা বসু, মহিলা সম্পাদিকা অর্পনা রাণী ঘোষ, সহ মহিলা সম্পাদক শিমু বিশ্বাস,সমাজ কল্যাণ মুসলিম সেলিনা আক্তার, সমাজ কল্যাণ হিন্দু চন্দনা ঘোষ, কার্যকরী সদস্য লিপি সাহা,মিরা রানী দাস ও জনি বর্মন। আলোচনা শেষে, বৈশাখী সংগীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *