নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে অরুণোদয় ট্রাস্ট পরিচালিত প্রবীণ আবাস ”আনন্দ মেলায়”- “প্রাঙ্গণে প্রিয়জন আনন্দ আয়োজন” অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি দিনব্যাপী উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দিতে অবস্থিত বৃদ্ধাশ্রমে এ আয়োজন করা হয়।
এই প্রবীণ নিবাসের বাসিন্দাদের নিয়ে এ আয়োজন করা হয়। এসময় কেক কেটে বাসিন্দা প্রবীণদের প্রতীকি জন্মদিন পালন করা হয়। পরে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা পক্ষে-বিপক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দুই ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে পলাশ সেন্ট্রাল কলেজের ৬ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অরুণোদয় ট্রাস্টের চেয়ারম্যান অসীম কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব নদী বাংলা গ্রপের চেয়ারম্যান মনজুর এলাহী, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামিম, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আল আমিন রহমান।
এছাড়াও অরুণোদয় ট্রাস্টিবোর্ডের ভাইস-চেয়ারপারসন এ.কে ফজলুল আহাদ, সেক্রেটারি ফারহানা হক, ট্রেজারার নাসিরউদ্দিন আহম্মেদ, মেম্বার হেলাল উদ্দিন আহম্মেদ, আবুল হাশেম খান, শাফিনাজ ফেরদৌসি আলম, সাবেরা খাঁন, ফারহানা আফরোজ কল্পনা, নারগিস বেগম, মাহবুবুর রহমান আজাদ, শারমিন ফেরদৌসি, এ.কে. এম মিজানুর রহমান, গুলতেকিন খান, নাহার ফেরদৌসি, খোদেজা করিম রুনু, কে. এইচ খলিলুর রহমান আপেল, আফরোজা খাঁন রোজী, মীর শরিফা খানম উপস্থিত ছিলেন।