সাব্বির আহমেদ
১৬ জানুয়ারি সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নবীপুর মধ্যপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল নবীপুর সরকারি প্রা: বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওয়াজ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক , নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রউফ ফকির রনি ।
প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট উপহার দেন নরসিংদী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা ও সৌদি আরব প্রবাসী যুবদলের সাবেক সভাপতি কাউছার আহমেদ শ্রাবন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের নাইমুল হাসান সানি ।
ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন আলহাজ্ব শহিদুল ইসলাম বিল্লাল ইউ.এম.সি, নরসিংদী।সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদ (হিরন মাষ্টার) । এছাড়া আরো উপস্থিত ছিলেন নবীপুর যুব সমাজ ও আশেপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ ফকির রনি বলেন, যদি ৫ ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন না হতো তাহলে আজকে এই মুক্ত মঞ্চে এই পোগ্রাম করতে পারতাম না।
এমনি আলোচনা সভায় উপস্থিত হওয়ার আগেই হয়রানির শিকার হতাম। তাই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে দ্বীনী পথে চলার আহবান জানাই ।