ফাহিমা খানম
নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়ার মোড়ে দক্ষ জনশক্তি তৈরির প্রত্যয় নিয়ে ১৭ জানুয়ারি নুর হোসেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
তিন জন কর্নধারের আপ্রাণ চেষ্টায় এ প্রশিক্ষণ সেন্টার টি আজ শুভ উদ্বোধন করা হয়েছে, এ তিনজন কর্নধারের নাম হলো মোঃ নাজমুল হক, মোঃ রমজান আলী খান ও মোঃ শহিদুল্লাহ। সরাসরি সাক্ষাতকারে তারা বলেন, এ দেশের বেশির ভাগ মানুষ অর্থ উপার্জনের জন্য বিভিন্ন দেশে কাজ করতে যায় কিন্তু তাদের বেশির ভাগ লোকই কোন কাজ শিখে যায়না ফলে তারা ইচ্ছা থাকা স্বত্তেও কোন ভালো বেতনে চাকরি করতে পারেনা, জনশক্তি কে যদি দক্ষজনশক্তিতে রুপান্তর করা যায় তাহলেই বারবে রেমিট্যান্স ও লাভবান হবে আমাদের দেশ ও দেশের মানুষ । মো: নাজমুল হক বলেন 3G,4G আর্ক ওয়েল্ডিং, 3G,4G এম আই জি ওয়েল্ডিং, 6G, 6″ টি আই জি ওয়েল্ডিং, (মাল্টি), 6G,2″ টি আই জি ওয়েল্ডিং, (কার্বন স্টীল), 6G,2″ টি আই জি ওয়েল্ডিং (স্টেইনলেস স্টীল), 6G,2″ টি আই জি ওয়েল্ডিং ( কোপার্নিকেল), পাইপ ফিডার ও পাইপ ফেব্রিকেটর,স্টীল ফিডার ও স্টীল ফেব্রিকেটর, প্লাস্বার ও ইলেকট্রিশিয়ান। এসব বিষয়ে কাজ শিখানো এবং প্রতারক চক্রের হাত থেকে বাঁচানোই আমাদের উদ্যেশ্য। এখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ করানো হবে। দূর থেকে আসা প্রশিক্ষণার্থীদের জন্য থাকা ও খাওয়ার সু ব্যাবস্থা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন ভূইয়া শামীম, ভারপ্রাপ্ত সভাপতি গজারিয়া ইউনিয়ন বিএনপি, মো: নজরুল ইসলাম, সাধারন সম্পাদক, গজারিয়া ইউনিয়ন বিএনপি, মো: আমিনুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি, পলাশ থানা, ছাত্র দল। আরো উপস্থিত ছিলেন হাসিবুর রহমান রুবেল,সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল,গজারিয়া ইউনিয়ন , নাসির আহমেদ, যুবদল নেতা, পলাশ, মাসুদ রানা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, গজারিয়া ইউনিয়ন, ছাত্র দল সহ অনেকে, সব শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।