ক্রীড়া প্রতিবেদক
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব)১৭ বালক বালিকা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধন করা হয়েছে।
১৮ জানুয়ারি জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নেমেন্টের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার সূজন চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনজন দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জেলা ক্রীড়া অফিসার ফারজিন সুলতানা মুমু , সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম মিজি, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার খাদিজাতুল কোবরা, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত প্রমুখ।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে মনোহরদী উপজেলা ০৪ – ০৩ গোলে বেলাবো উপজেলা বালিকা দলকে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীণ হয়। ২ খেলায় নরসিংদী সদর উপজেলা ১-০ গোলে পলাশ উপজেলা বালিকা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।
অপর দিকে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ বালকদের খেলায় ট্রাইব্রেকারে বেলাবো উপজেলা ৩-১ গোলে মনোহরদী উপজেলাকে পরাজিত করে সেমিফাইনালে এবং নরসিংদী সদর উপজেলা ৩-০ গোলে পলাশ উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।
খেলা পরিচালনা করেন রেফারী এম এ মজিদ, সারোয়ার রহমান, জসিম উদ্দিন ও স্বপন কুমার দাস।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তারুণ্য উৎসব -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই শ্লোগানে সপ্তাহব্যাপী ফুটবল খেলা উপভোগ করার জন্য শিক্ষার্থী ও তরুণদের আহবান জানান।