নিজস্ব প্রতিবেদক
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ টায় মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে এবং পিএফজি অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম এর সঞ্চালনায় পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যমকর্মীরা হল জাতির বিবেক। এই পেশায় নিয়োজিত সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনাচার, বৈষম্য এবং অন্যায়ের চিত্র জনসমক্ষে তুলে আনে যাতে করে সমাজের দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ দ্রুত পরিত্রাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় এবং সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। শুধু অনাচার-বৈষম্য নয়, সাংবাদিকগণ সমাজে ঘটে যাওয়া অনবদ্য ঘটনা, সফলতার কাহিনী, মহৎ উদ্যোগকেও দায়িত্বশীলতার সাথে প্রচার করে যা জনমনে আশার সঞ্চার করে। সভায় পিএফজির পক্ষ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ আহ্বান করা হয়। উপস্থিত সাংবাদিকরা মনোহরদীতে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরামর্শসমূহের মধ্যে অন্যতম হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে নাগরিক সংলাপ আয়োজন, ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি সমাবেশ আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান পরিচালনা ইত্যাদি।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর মোঃ মোসাদ্দেকুর রহমান খান, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, দৈনিক কালের কণ্ঠ এর মুহাঃ ইসমাইল হোসেন, দৈনিক সময়ের আলো এর মোঃ মোজাম্মেল হক, দৈনিক কালবেলা এবং এশিয়ান টিভি’র মোঃ কামরুল ইসলাম, দৈনিক যুগান্তর এর মোঃ হারুন অর রশিদ, দৈনিক মানবজমিন এর মোঃ আনোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠ এর মোঃ ইমাম হোসেন রিপন, দৈনিক বাংলাদেশ সমাচার এর মোঃ মিঠুন, সিএনএন বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার এর তানভির আহমেদ (বাকী), দৈনিক ভোরের দর্পন এর রেজাউর রহমান রেজা, দৈনিক আজকের পত্রিকার মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত অনলাইন এর মোঃ সুমন মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার এর মোঃ মোবারক হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশ এর মোঃ খাদেমুল, দৈনিক খোলা কাগজ এর মোঃ মাসুদ রানা, দৈনিক স্বাধীন বাংলা এর মোঃ নুরুল আমিন ফরাজি, দৈনিক দেশ প্রতিদিন মোঃ আঃ কুদ্দুস, দৈনিক শীর্ষ খবর এর শাহজাহান আকন্দ, দৈনিক আজকালের খবর সৈয়দা সালেহা, সময় খবর ডট কম এর আব্দুর রশিদ, দৈনিক নয়া দিগন্ত এর বাকি বিল্লাহ, সময় ও কথা এর দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতা শরিফুল ইসলাম শামীম, ডেইলি বাংলাদেশ এর ফয়সাল আহমেদ, পিএফজি অ্যাম্বাসেডর আরিফুল ইসলাম ভ‚ঞা, এমদাদুল হক টিটো, পিএফজি সদস্য মাসুদুর রহমান, ওয়াইপিএজি’র সদস্যবৃন্দ প্রমুখ।