ক্রীড়া প্রতিবেদক
গত ২৪ ফেব্রুয়ারি নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার খাজিদাতুল কোবরা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নূরে আলম খান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আসাদুল হক পলাশ, মুহাম্মদ জয়নুল আবেদীন, এবিএম আজরাফ টিপু, এড.আকবর হোসেন।
সকালে ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। ক্রীড়া পরিচালনায় ছিলেন মনজিল এ মিল্লাত। সহযোগিতা করেন সহকারি শিক্ষক আলমগীর হোসেন, নাসরিন সুলতানা, মোঃ জয়নুল আবেদীন, দীলিপ দেবনাথ, মোঃ তৌহিদুজ্জামান, রোখসানা পারভীন, আবু তাহের ভূইয়া, মাহমুদা বেগম, কামরুন নাহার লিপি , মোঃ জাকারিয়া, শারমিন জাহান, শারমিন আক্তার, মোঃ শিপন পাঠান, ফারহানা শাহনাজ, জিনাত আরা পাপড়ি, নাজনীন খান বিনা, মাহমুদুল হাসান, তাসলিমা হক, ইমরান খান, নূর হোসেন রাজন, মোঃ কাদির, ইসরাত জাহান, মানসুরা আক্তার। ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ টি ইভেন্টে ৩ শত প্রতিযোগী অংশ গ্রহণ করে।
