নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদ উল ফিতর উৎসবমুখর ভাবে পালন করার লক্ষ্যে ১২ মার্চ নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আঞ্চলিক ক্রাইসেস প্রতিরোধ কমিটির সভা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সরকার ঘোষিত বেতন বোনাস প্রদানের ডেডলাইন, অগ্রগতি বর্তমান অবস্থা, সম্ভাব্য শ্রম অসন্তোষের আওতাভুক্ত কারখানার বর্তমান অবস্থা, ঈদ ছুটি ও ছুটিকালীন কারখানার নিরাপত্তা ও শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস উত্তোলনের সময় নিরাপত্তা, এবং নরসিংদীর গ্যাস সংকট বিষয়ে ফলপ্রসু আলোচনা অংশ নেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু সিআইপি, শাহ আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেলাল মিয়া, বিকেএমই ‘র পরিচালক মোস্তফা মনোয়ার ভূইয়া, নরসিংদী জেলা ডাইং এন্ড প্রিন্টিং মালিক সমিতির সভাপতি আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী বড়বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার, চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ নান্নু মিয়া, মাধবদী বণিক সমিতির সেক্রেটারি,নরসিংদী শ্রমিক ফেডারেশনের সভাপতি সভাপতি মোঃ মুন্না মিয়া , শ্রমিক নেতা আঃ রবসহ থার্মেক্স গ্রুপ, টেকনো ড্রাগস, প্রাণ আরএফএল, পাকিজা গ্রুপের প্রতিনিধিরা ।
নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু বলেন, সরিষাবাড়ি সার কারখানায় গ্যাস সরবরাহের ফলে নরসিংদীতে গ্যাসের তীব্র সংকট । এর থেকে উত্তরণের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। শাহ আমানত শাহ গ্রুপের চেয়ানম্যান আলহাজ্ব মোঃ হেলাল মিয়া নরসিংদীর শিল্প প্রতিষ্ঠান গুলোর প্রকৃত চিত্র তুলে ধরেন। নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বলেন, ঈদ কেনা কেটাকে ঘিরে নরসিংদী বাজারে মানুষের ঢল নামে। যানজট নিরসনে বিকম্প ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
নরসিংদী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মুন্না মিয়া বলেন, কলকারখানা শিল্পপ্রতিষ্ঠানে মহিলা শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে। বেতন বোনাস উত্তোলনের সময় ছিনতাইকারী চাঁদাবাজদের হাত থেকে শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে।
অতিরিক্ত পুলিশ সুুপার মোঃ কলিম উল্লাহ কোন শিল্প কারখানায় কবে বেতন বোনাস প্রদান করা হবে মালিকেরা জানালে শ্রমিকরা যাতে নিবিঘ্নে বাড়ী যাওয়ার ব্যবস্থার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষের টাকার ক্রাইসিসের কারণে জমি বিক্রি করে শ্রমিকদের বেতন দেয়ার নজির তুলে ধরে শিল্প মালিকদের উদ্দেশ্যে বলেন, আমরা এমন মালিকই চাই যারা শ্রমিকের দুঃখ-দুর্দশা অনুধাবন করতে পারে এবং তাদের চাহিদাও পূরণ করে থাকেন। কারণ, যারা কাজ করে তারা অর্থাৎ শ্রমিকরাই তো আমাদের প্রাণ। সুবিধা-অসুবিধা থাকবেই। আমরা শুনি ব্যবসায়ীদের লোকসান হয়; কিন্তু লাভও তো হয়! লাভ না হলে ব্যবসা থাকতো না। অসুবিধা সাময়িক, সুবিধাই বেশী। শ্রমিকরা কাজ করে বলেই প্রতিষ্ঠানের বৃদ্ধি হয়, উন্নতি হয়। আমরা চাই ঈদের এক সপ্তাহ আগেই সরকারী নিয়ম মাফিক শ্রমিকদের বেতন বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে।
তিনি মহিলা শ্রমিকদের নিরাপত্তা, যৌনহয়রানী , নির্যাতন বিষয়ক সর্বোচ্চ সর্তক থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *